সাইবারবার্তা ডেস্ক: টাকার বিনিময়ে বিভিন্ন পণ্যের নজরকাড়া ও চটকদার রিভিও দেয়ায় ১৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক।
যুক্তরাজ্যের বাজার প্রতিযোগিতা তদারককারী কর্তৃপক্ষের (সিএমএ) নজরদারী ও হস্তক্ষেপের ফলে এমন সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। খবর বার্তা সংস্থা রয়টার্স
এদিকে ফেসবুক জানিয়েছে, পেইড কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নীতিমালায় কিছু পরিবর্তন আনছে তারা। যেসব পেইড কনটেন্ট ব্যবহারকারীদেরকে বিভ্রান্ত করবে এবং প্রতারিত করতে প্রলুব্ধ করতে সেগুলো সরিয়ে দেয়া হবে। ইনস্টাগ্রামও নেই আওতায় আছে।
একই অভিযোগে গতবছরও অভিযুক্ত ১৮৮টি গ্রুপ ও ২৪টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল ফেসবুক।
(সাইবারবার্তা.কম/আরআই/ ১০এপ্রিল,২০২১)