সাইবারবার্তা ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ শিক্ষকদের বিষয়ভিক্তিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে অনলাইনে। রোববার ভার্চুয়াল প্লাটফর্মে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফজুল করিম জানান।শিক্ষার মানোন্নয়নে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় অধিভুক্ত কলেজ শিক্ষকদের ১৩তম ব্যাচ এই প্রশিক্ষণ নিচ্ছেন।
ফজুল করিম জানান, কোভিড-১৯ এর কারণে চলমান এই শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম এতদিন বন্ধ ছিল। প্রায় মাসব্যাপী চলা এই প্রশিক্ষণ কার্যক্রমে দেশের বিভিন্ন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ৪০ জন শিক্ষক অংশ নিচ্ছেন। এই ব্যাচের কোর্স উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী।
(সাইবারবার্তা.কম/আইআই/৩১ মে ২০২১)