সাইবারবার্তা ডেস্ক: বিশ্বজুড়ে চলছে চিপ সঙ্কট। এতে বিপাকে পড়েছেন কম্পিউটার নির্মাতারা। আরও কয়েক বছর সঙ্কট চলবে বলে ধারণা করছেন ডেল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাইকেল ডেল।একদিকে বৈদ্যুতিক ডিভাইসের চাহিদা বেড়েছে, অন্যদিকে চীনা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সবমিলিয়ে তৈরি হয়েছে মারাত্মক চিপ সঙ্কট। বিপাকে শুধু কম্পিউটার নির্মাতারাই নন, গাড়ি এবং স্মার্টফোন নির্মাতারাও পড়েছেন।“সঙ্কট হয়তো আরও কয়েক বছর চলতে পারে।” – এক সাক্ষাৎকারে বলেছেন মাইকেল ডেল। তিনি আরও বলেন, “যদি গোটা বিশ্ব জুড়েও চিপ কারখানা বানানো হয় তারপরও সময় লাগবে।”
রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, বছরে ডেলের চিপ অর্ডারের পরিমাণ সাত হাজার কোটি। অনেক সেমিকন্ডাক্টর নির্মাতার কাছেই প্রতিষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ গ্রাহক হিসবে পরিচিত। মাইকেল ডেল জানিয়েছেন, বিশেষ করে পুরোনো এবং সস্তা সেমিকন্ডাক্টর পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে।“আমরা কথা বলছি, বিশেষ করে, এক ডলার পরিসীমার মধ্যের উপাদানগুলোর ব্যাপারে এবং যেগুলো প্রায় সব জায়গায় রয়েছে।” – বলেছেন ডেল।অন্যদিকে, “নতুন প্রযুক্তিও সহজে পাওয়া যায় না” বলে মন্তব্য করেছেন ডেল প্রধান।
(সাইবারবার্তা.কম/আইআই/১২ মে ২০২১)