বুধবার, ফেব্রুয়ারি ৫ ২০২৫ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি

‘কম্পিউটার শিল্পের প্রসারে সরকারি-বেসরকারি সমন্বয়ে এস এম কামাল ছিলেন অনন্য’

দেশের প্রযুক্তি খাতের অন্যতম পথিকৃৎ এস এম কামাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর ল্যাবএইড ক্যানসার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিষ্ঠাকালীন সভাপতি কামাল দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। এস এম কামালের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের বন্ধু বিসিএসের সাবেক সভাপতি আবদুল্লাহ এইচ কাফি।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবসায় খাতের প্রসারে এস এম কামালের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বিসিএস ছাড়াও তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আবদুল্লাহ এইচ কাফি বলেন, ‘দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন ও একটি কাঠামোর মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে এস এম কামালের ভূমিকা সবচেয়ে বেশি। তিনি আইবিএমের আন্তর্জাতিক চাকরির সুযোগ ফিরিয়ে দিয়ে দেশে এসে কম্পিউটার শিল্প গড়ে তোলার কাজ করেছেন। এই শিল্পের প্রসারে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় করার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। এস এম কামাল সৎ, নির্মোহ, প্রচারবিমুখ হিসেবে দেশের তথ্যপ্রযুক্তি শিল্প গড়ে দিয়ে গেছেন।’

এস এম কামাল স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ ফজর রাজধানীর সোবহানবাগ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

 

 

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ