শনিবার, জানুয়ারি ১৮ ২০২৫ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১৭ই রজব, ১৪৪৬ হিজরি

গেমস খেলার জন্য স্মার্টফোন না কিনে দেয়ায় কিশোরের আত্মহত্যা

সাইবারবার্তা ডেস্ক: কুমিল্লার লাকসামে মোবাইল ফোন কিনে না দেওয়ায় জয় চন্দ্র দাস (১৭) নামে এক কিশোর অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত ওই কিশোর উপজেলার মুদাফরগুঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের শ্রীয়াং দাস পাড়ার অধীর চন্দ্র দাসের ছেলে।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ওই কিশোর পেশায় ছিল একজন দিনমজুর। সে গেমস খেলার জন্য কয়েক দিন ধরে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য তার মায়ের কাছে বায়না ধরে। কিন্তু অভাবের সংসার। মা তার আবদার রক্ষা করতে পারেনি।

 

পরিবারের ধারণা, মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে রবিবার (৬ জুন) গভীর রাতে ঘরের পেছনে একটি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এদিকে সোমবার সকালে গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখে স্বজনরা পুলিশকে খবর দেন।

 

খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

 

এলাকার একাধিক অভিভাবকের দাবি, করোনাকালীন সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থী, শিশু-কিশোরসহ উঠতি বয়সের যুবকেরা মোবাইল ফোনে নানা ধরনের ভিডিও গেমসে আসক্ত হয়ে পড়েছে। তারা সারাক্ষণ পাবজিসহ নানা রকম গেমস খেলতে মোবাইল নিয়ে মেতে থাকে। ফলে অপরাধ প্রবণতা বৃদ্ধিসহ আত্মহত্যার মতো ঘটনা ঘটছে।

 

অপরদিকে কিশোর জয় চন্দ্র দাসের আত্মহত্যার ঘটনাটিও তারই অংশ বলে মনে করছেন স্থানীয় অভিভাবকরা। তাঁরা মোবাইল ফোনে ওইসব গেমস বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। এ ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন ভূঁঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৮ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ