মঙ্গলবার, জানুয়ারি ১৪ ২০২৫ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

গুগল ম্যাপে যুক্ত হলো কম্পাস উইজেট

সাইবারবার্তা ডেস্ক: অনেকদিন ধরেই গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড সংস্করণে অনুপস্থিত ছিল কম্পাস উইজেট। ২০১৯ সালের শুরুর দিকে ফিচারটি সরিয়ে নিয়েছিল গুগল। সম্প্রতি উইজেটটিকে ম্যাপসে আবারও ফিরিয়ে এনেছে তারা। এ ব্যাপারে নিশ্চিত-ও করেছে প্রতিষ্ঠানটি।

 

অ্যান্ড্রয়েড বিষয়ক সংবাদ সাইট অ্যান্ড্রয়েড পুলিশ গুগলের সমর্থন পোস্টের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যবহারকারীদের “প্রবল আগ্রহের” কারণেই কম্পাস উইজেটটি ফিরিয়ে এনেছে গুগল।

 

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট মন্তব্য করেছে, অনেক সময়ই ভালো এবং খারাপ যে কোনো দিকেই পাহাড় সরিয়ে দেওয়ার মতো ক্ষমতা চলে আসে অনলাইন কমিউনিটির হাতে – এক্ষেত্রে বড় মাপের কর্পোরেশনকে ঘুরিয়ে দিয়েছেন তারা।

 

ফের কম্পাস উইজেটটি পেতে সর্বশেষ ম্যাপস সংস্করণ ১০.৬২ ডাউনলোড করে নিলেই হবে। ব্যবহারকারীরা কোনো স্থানের ব্যাপারে ম্যাপে ঘাঁটাঘাঁটি করার সময় এসে হাজির হবে উইজেটটি।

 

এনগ্যাজেট উল্লেখ করেছে, অ্যান্ড্রয়েডে ফিচারটি সরিয়ে নিলেও, আইওএসে এটি ঠিকই ছিল। ফলে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা কম্পাস ব্যবহার করেছেন, অন্যদিকে গোটা সময়টি বঞ্চিত হয়েছেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। 

 

(সাইবারবার্তা.কম/এন‌টি/৩ এ‌প্রিল ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ