সাইবারবার্তা ডেস্ক: অ্যাপল পাওয়ারবিটস ২ ‘ইন ইয়ার’ হেডফোন যারা কিনেছেন তাদের অনেকেই অ্যাপলের কাছ থেকে ১৮৯ ডলার ক্ষতিপূরণ পাবেন। ২০১৭ সালে দায়ের করা এক ক্লাস অ্যাকশন মামলায় অভিযোগ ছিল, ব্লুটুথ হেডফোনটির ব্যাটারি প্রয়োজনীয় চার্জ ধরে রাখতে পারে না এবং প্রতিষ্ঠানটির দেওয়া বর্ণনা অনুযায়ী এটি পানি ও ঘাম নিরোধক নয়।‘ক্লাস-অ্যাকশন’ হল এমন এক মামলা যেখানে বাদীপক্ষ একজন হলেও তিনি একই ধরনের ঘটনার শিকার অনেকের প্রতিনিধিত্ব করেন ও মামলার রায় ভুক্তভোগী সবার জন্যই প্রযোজ্য হয়।
মামলার মিমাংসায় অ্যাপল প্রায় এক কোটি ডলার দিতে রাজী হলেও কোনো দায় নিতে অস্বীকার করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। অ্যাপল বলছে, প্রতিষ্ঠানটি মামলার বিশাল খরচ এড়াতেই মীমাংসার সহজ পথ বেছে নিয়েছে, ক্রয়মূল্যেই ক্রেতাদের কাছ থেকে হেডফোন ফেরত নেবে অ্যাপল।গত বছর অগাস্টের আগে যারা বিশেষ এই মডেলের হেডফোন কিনেছেন তারাই ওই ক্ষতিপূরণের জন্য বিবেচিত হবেন।ক্রেতারা অ্যাপলবিষয়ক তথ্যের সাইট ম্যাকরিউমার্সকে বলেছেন, তারা ক্ষতিপূরণের অর্থ পেতে শুরু করেছেন। তবে, অনেক ক্রেতাই বলেছেন, তারা ৫৭ ডলার বা ১১৪ ডলার পেয়েছেন আর আদালতের নির্দেশনা বলছে, ক্রয়ের রশিদ থাকা সাপেক্ষে তারা ১৮৯ ডলার পর্যন্ত ক্ষতিপূরণের জন্য বিবেচিত হবেন।অনেক মার্কিন ক্রেতা বলছেন, ক্ষতিপূরণের জন্য তারা নভেম্বরের ডেডলাইন ধরতে পারেননি আর এদিকে তাদের হেডফোনও কাজ করছে না।
(সাইবারবার্তা.কম/আইআই/২২ মে ২০২১)