নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: স্বাধীন বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষীকি উদযাপন এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে দুরন্ত জয় পেয়েছে ‘উত্তাল বিটিআরসি’।
আইটি পল্লীর আয়োজনে শুক্রবার রাজধানীর বনানী শহীদ যায়ান আহমেদ মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে বিটিআরসি ও আইটি পল্লি থেকে দুইটি করে মোট চারটি দল অংশ নেয়। দলগুলো হলো- বিটিআরসি’র উত্তাল ও দুরন্ত এবং আইটি পল্লির দুর্বার ও নির্ভয়। দুই ম্যাচেই জয় নিয়ে ফাইনালে দুর্বার আইটি পল্লীর প্রতিপক্ষ হয় উত্তাল বিটিআরসি।
১৬ ওভারের ম্যাচে ব্যাট হাতে দলনেতা সুজনের নেতৃত্বে ১৪৩ রান করে দুর্বার আইটি পল্লি। জবাবে বিটিআরসি’র উপ-পরিচালক জাকির হোসেন খানের নেতৃত্বে ১৫ ওভার ২ বল খেলেই ১৪৭ রান করে জয়ের বন্দরে পৌঁছে উত্তাল বিটিআরসি।
খেলায় প্রথম ৮ ওভারে ৪১ রান করলেও পিছিয়ে থেকে ম্যাচে ফেরা যায় তার দৃষ্টান্ত দেখিয়েছে উত্তাল বিটিআরসি। ৪ উইকেট হাতে থাকতেই জয় ছিনিয়ে নেয় তারা। আর এক্ষেত্রে ব্যাট হাতে ৩৬ রান করে ম্যান অব দ্য ফাইনাল হয়েছে উত্তাল বিটিআরসি’র জাহিদ। দলের পক্ষে জাবের ও দিদার ৩টি করে উইকেট শিকার করে।
এছাড়াও প্রথম ম্যাচে ৩ ওভারে ৭ রান দিয়ে ম্যান অব দ্য ম্যাচ বিটিআরসি উত্তালের জাবের। দ্বিতীয় ম্যাচে ৭৯ রান করে দুর্বার আইটি পল্লির রুবেল। তিনিই ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন।
টুর্নামেন্টে ৪ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা বোলার হয়েছেন হামিদ। ব্যটা হাতে প্রথম ম্যাচে অপাজিত এবং দ্বিতীয় ম্যাচে বিটিআরসি’র রেজাউল টুর্নামেন্ট সেরা ব্যাটস ম্যান হয়েছেন।
(সাইবারবার্তা.কম/কম/১৯মার্চ২০২১)