রবিবার, জানুয়ারি ২৬ ২০২৫ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

কারিগরি ও প্রযুক্তি দক্ষতায় জিডিপি বাড়ানোর পরিকল্পনা অর্থমন্ত্রীর

সাইবারবার্তা ডেস্ক: মোট দেশজ উৎপাদন (জিডিপি) বাড়াতে জীবেনের প্রতিটি ক্ষেত্রেই কারিগরি ও প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দিয়ে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে এবারের বাজেট পেশ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

 

তিনি বলেছেন, ‘প্রোডাক্টিভিটি বাড়াতে হলে আমাদের যে ফর্মুলা রয়েছে ১:৪; ৪ টাকা বিনিয়োগ করলে আমরা ১ টাকা পাবো। আমার মনে হয় সেই পরিমাণ দরকার নেই। কম দিয়ে হলেও আপনি আরো বেশি আউটপুট পাবেন, যদি প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন। আমাদের ট্রাস্ট কিন্তু এদিকেই। আমরা প্রোডাক্টিভিটি বাড়ানোর চেষ্টা করছি।’

 

প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে অর্থমন্ত্রী আরো বলেন, আমাদের টেকনিক্যাল এ্যডুকেশন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশনকে কমপ্লিমেন্ট করে, ওটাকে আয়ত্ত্বে নিয়ে ওটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, কিভাবে সেখানে আমরা সম্পৃক্ত হতে পারি, সব সময় তিনি আমাদের সেটা বলে আসছেন। আমরা ওই দিকেও চিন্তা-ভাবনা করছি।

 

এ জন্য যারা চতুর্থ শিল্পবিপ্লবের যেসব প্রযুক্তি রয়েছে সেগুলো বাংলাদেশে নিয়ে আসতে পারে, ব্যবহার বাড়াতে পারে সে দিকটায় সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান আ হ ম মুস্তফা কামাল। এজন্য বিনিয়োগের ক্ষেত্রে সরাসরি বিনিয়োগের পাশপাশি পরোক্ষ বিনিয়োগকে বিবেচনায় আনার আহ্বান জানান অর্থমন্ত্রী।

 

তিনি বলেন,আগে কারিগরি শিক্ষা খুব কম ছিলো। এখন টেকনিক্যাল এড্যুকেশন ও প্রযুক্তির ওপরে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। আর এই শক্তিকে কাজে লাগিয়ে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ ও শুল্ক-কর কাঠামো কর্মসংস্থান বান্ধব করা হয়েছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

 

তিনি বলেন, আমরা ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগ লাইনটা ব্যবহার করতে চাই। আমাদের দেশীয় প্রোডাক্টকে বাড়তি সুযোগ দেওয়া হয়েছে। তবে বাজেটে যা দেখেছেন সেটাই যে থাকবে তা নয়, আমরা কিছু ফ্লেক্সিবল থাকবো। আরও পরিবর্তন করবো, কখনও বাড়াবো না। আমরা সব সময় প্রয়োজনে ট্যাক্স ও ভ্যাট কমাবো।’

 

কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, ‘বাজেটে কর্মসংস্থানের বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা আছে। বাজেটের পুরোটাই হলো ব্যবসায়ীবান্ধব। আমি মনে করি, বাজেট ব্যবসায়ীবান্ধব হলেই ব্যবসায়ীরা সুযোগ নেবেন। আর ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার মানে হচ্ছে উৎপাদনে যাওয়া। সেই উৎপাদনটি ঘটাবে আমাদের দেশের জনগোষ্ঠী। মানুষের কর্মসংস্থান না করা হলে কীভাবে তারা এগুলো করবেন? সেজন্য আমরা মনে করি, ব্যবসায়ীরাই এ কাজটি করবেন। ব্যবসায়ীদের আমরা সুযোগ দিয়েছি, আমরা কমিটেড।’

 

শুক্রবার (৪ জুন) ভার্চুয়ালি আয়োজিত ২০২১-২০২২ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অর্থমন্ত্রী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

 

এসময় সরকার উৎপাদশীলতা বাড়াতে কৃষির আধুনিকায়নে যান্ত্রিক সরঞ্জাম ও  প্রযুক্তি ব্যবহারে বাজেটে বিশেষ সুযোগ রাখার কথা তুলে ধরেন কৃষিমন্ত্রী ড. আব্দু রাজ্জাক।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৫ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ