বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৬ ২০২৫ | ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ৬ই শাবান, ১৪৪৬ হিজরি

করোনার ক্ষতি মেটাতে টেক জায়ান্টদের করের জালে বাঁধতে চায় জি-৭

সাইবারবার্তা ডেস্ক: অ্যামাজন, মাইক্রোসফট, ফেসবুকের মতো কোম্পানি অধিকাংশ দেশকে ট্যাক্স দিতে চায় না বা দেয় না। বাংলাদেশ অনেক চাপ দেয়ার পর ট্যাক্সের জন্য রাজি হয়েছে। তবে এবার বৈশ্বিক ভাবেই তাদের ওপর সর্বনিমন্ন কর আরোপের মাধ্যম অতিমারি করোনার ক্ষতি কাটিয়ে ওঠার পরিকল্পনা করছে ধনী দেশগুলো।

 

লন্ডনের সম্মেলনে এমন সিদ্ধান্তই তুলে ধরেছেন ধনী দেশগুলোর সংগঠন জি৭-এর অর্থমন্ত্রীরা। অর্থমন্ত্রীরা বলছেন, বৈশ্বিকভাবে সর্বনিম্ন ১৫ শতাংশ কর নির্ধারণ করতে পারলে পৃথিবী করোনার ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। ইউরোপের মধ্যে আয়ারল্যান্ডে করপোরেট ট্যাক্স সবচেয়ে কম, ১২.৫ শতাংশ। ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো দেশটিকে এই হার বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

 

জার্মানির অর্থমন্ত্রী ওলাফ শোলজ মনে করেন, এ নিয়ে একটি বৈশ্বিক চুক্তি করা হলে তা পৃথিবীকে বদলে দেবে। আর ব্রিটেন বলছে, বৈশ্বিক চুক্তিতে আসার ব্যাপারে তারা আত্মবিশ্বাসী। তবে এ নিয়ে ফেসবুক, গুগল কিংবা মাইক্রোসফটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

প্রসঙ্গত, গুগল, ফেসবুক বা ইউটিউব-এর আয় আসে বিজ্ঞাপন থেকে। এই তিনটি মাধ্যমে অধিকাংশ দেশ থেকে সিংহভাগ বিজ্ঞাপন দেয় ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর ভ্যাট-ট্যাক্স দেয়ার কথা। তারা যে পরিমাণ টাকার বিজ্ঞাপন দেয়, তার বিপরীতে ভ্যাট- ট্যাক্স দিতে আইন অনুযায়ী বাধ্য। এখন তারা ঠিকঠাক সেটা দিচ্ছে কিনা দেখার বিষয়। এবার সেখানে নজরদারি বাড়াতে চায় জি৭।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৫ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ