মঙ্গলবার, জানুয়ারি ২১ ২০২৫ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি

এমএফএসে ৫০ হাজারের বেশি টাকায় ক্রস চেক বাধ্যতামুলক

সাইবারবার্তা ডেস্ক: যে সকল ক্ষেত্রে অর্থ পরিশোধে ব্যাংক ট্রান্সফারের বাধ্যবাধকতা রয়েছে,সেসকল ক্ষেত্রে ব্যাংক ট্রান্সফারের পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএসের মাধ্যমে পরিশোধের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে এবারের জাতীয় বাজেটে।

 

এছাড়া ৫০ হাজার টাকার বেশি পেমেন্ট হলে তা ক্রস চেক বা ব্যাংক ট্রান্সফার বা এমএফএসের মাধ্যমে সম্পাদন করার বাধ্যবাধকতা আরোপ করোপ করা হয়েছে। জাতীয় সংসদে আজ ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তব্যে এসব তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

 

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় আরো জানান, সরবরাহ ও ঠিকাদারীর বিল ব্যাংকিং বা এমএফএসের মাধ্যমে গ্রহণ করা না হলে প্রযোজ্য উৎসে কর হারের অতিরিক্ত ৫০ কর্তন করা হবে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৫ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ