সাইবারবার্তা ডেস্ক: এই গ্রীষ্মেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথমবারের মতো বিক্রয়কেন্দ্র খুলছে গুগল। এর মধ্য দিয়ে অ্যাপলের মতো বিক্রয়কেন্দ্র নির্ভর ব্যবসা কৌশল অবলম্বন করতে চাইছে প্রতিষ্ঠানটি।উল্লেখ্য, গত দুই দশকে বিক্রয়কেন্দ্র থেকে শত শত কোটি ডলার আয় করেছে অ্যাপল।রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গুগলের নিউ ইয়র্ক সিটি ক্যাম্পাসের কাছে অবস্থিত চেলসিতে নতুন গুগল স্টোরটি যাত্রা শুরু করবে।গুগল এর আগেও নিজেদের পণ্যের প্রচারণার জন্য বিক্রয়কেন্দ্র বসিয়েছে, তবে সেগুলো ছিল সাময়িক। নতুন গুগল স্টোরে স্মার্টফোন, পিক্সেলবুক এবং ফিটবিট ট্র্যাকার বিক্রি করবে প্রতিষ্ঠানটি। বিক্রয়কেন্দ্রে নেস্ট স্মার্ট হোম ডিভাইসও মিলবে।
চাইলে নিজ ডিভাইসের জন্য বিক্রয়কেন্দ্র থেকে গ্রাহক সেবা নিতে পারবেন ক্রেতারা। সরাসরি বিক্রয়কেন্দ্র থেকে অনলাইন অর্ডার বুঝে নিতে পারবেন তারা।গুগল যে বিক্রি বাড়াতে অ্যাপলের অনুকরণ করছে, নিরবে অনেকটা সে দিকেই ইঙ্গিত দিচ্ছে গোটা বিষয়টি।অ্যাপল নিজেদের প্রথম দুটি খুচরা বিক্রয়কেন্দ্র খুলেছিল ২০০১ সালে, ভার্জিনিয়ায়। বর্তমানে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বিভিন্ন দেশে দুইশ’ ৭০টি বিক্রয়কেন্দ্র রয়েছে অ্যাপলের।
(সাইবারবার্তা.কম/আইআই/২২ মে ২০২১)