বৃহস্পতিবার, জানুয়ারি ১৬ ২০২৫ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

এবার বাংলাদেশে বিআইএন নিল মাইক্রোসফট ও

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: ভ্যাট পরিশোধ ও রিটার্ন জমা দেওয়াসহ সরাসরি ভ্যাট সংক্রান্ত সেবা পেতে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।

 

বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠানটি সিঙ্গাপুরের ঠিকানায় ভ্যাট নিবন্ধন নিয়েছে।

 

এর আগে ১৩ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুক নিবন্ধন পায়। ২৫ মে বিআইএন নেয় সার্চ ইঞ্জিন গুগল। এরপর ভ্যাট নিবন্ধন নেয় অ্যামাজন ও নেটফ্লিক্স।

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে ফেসবুক, গুগল, ইউটিউব, নেটফ্লিক্স ও মাইক্রোসফটের মতো আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থাগুলোকে সরাসরি নিবন্ধন নেওয়ার সুযোগ দেওয়া হয়। এ জন্য সরাসরি ভ্যাটের যাবতীয় সুবিধা দেওয়ার জন্য বিধি সংশোধন করে প্রতিষ্ঠানটি।

 

প্রায় দুই বছরের দর-কষাকষির পর গত মে মাস থেকে ভ্যাট নিবন্ধন দেওয়া শুরু হয়। গত ২৩ মে গুগল প্রথমে ভ্যাটের নিবন্ধন নেয়। এরপর গত দেড় মাসের কম সময়ে ফেসবুক ও আমাজনের মতো বৈশ্বিক প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নিয়েছে। এখন নেটফ্লিক্স ও লিংকডইন—এই দুটি প্রতিষ্ঠানের সঙ্গে নিবন্ধন নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। শিগগিরই এই দুটি প্রতিষ্ঠানও ভ্যাটের নিবন্ধন নেবে বলে জানা গেছে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৩ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ