রবিবার, এপ্রিল ২৭ ২০২৫ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল | ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইন্টারনেটের ব্যবহার একেবারেই নেই জার্মানির ২৮ লাখ মানুষের

:: সাইবার বার্তা ডেস্ক :: দিনের বাজার করা থেকে শুরু করে বিনোদন, বিয়ের পাত্র-পাত্রী ঠিক করা, বিমানের টিকিটসহ এমন সেবা পাওয়া কঠিন, যা এখন  ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যাবে না। আর এই সময়েও ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানিতে ২৮ লাখ মানুষ জীবনে কখনো ইন্টারনেট ব্যবহার করেননি, যা দেশটির জনসংখ্যার চার ভাগ।

সবশেষ এক পরিসংখ্যানে উঠে এসেছে এই তথ্য৷ জার্মানির জাতীয় পরিসংখ্যান দপ্তরের ২০২৪ সালের হিসাবে দেখা গেছে, দেশটির ২৮ লাখ মানুষ জীবনে কখনো ইন্টারনেট ব্যবহার করেননি৷ এই সংখ্যা জার্মানির মোট জনসংখ্যার চার ভাগ৷ সরকারের হিসেবে অনুযায়ী, জার্মানির জনসংখ্যা প্রায় সাড়ে আট কোটি৷

পুরো ইউরোপ জুড়ে পরিচালিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার বিষয়ক গবেষণা থেকে এই তথ্য বেরিয়ে এসেছে৷

সরকারের দপ্তরের তথ্য মতে, ১৬ থেকে ৭৪ বছর বয়সিরা এই তালিকায় রয়েছেন৷ যারা ইন্টারনেট ব্যবহার করছেন না তাদেরকে অফলাইনার বলে অভিহিত করেছে সরকার৷ পরিসংখ্যান আরো বলছে, ৬৫ থেকে ৭৪ বছর বয়সিদের মধ্যে ইন্টারনেট ব্যবহার না করার প্রবণতা বেশি৷ দেখা গেছে, বয়স যতো কম, ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ততো বেশি৷

ইউরোপের অন্যান্য দেশের পরিস্থিতি: পরিসংখ্যান বলছে, ইউরোপের শতকরা পাঁচ ভাগ লোক জীবনে কখনো ইন্টারনেট ব্যবহার করেননি৷

নেদারল্যান্ডস ওবং সুইডেনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি৷ দেশ দুটিতে অফলাইনারদের সংখ্যা এক ভাগের কম৷

ইন্টারনেট ব্যবহরা না করার দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে ক্রোয়েশিয়৷ দ্বিতীয় অবস্থানে গ্রিস৷ ক্রোয়েশিয়াতে এই সংখ্যা শতকরা ১৪ ভাগ এবং গ্রিসে শতকরা ১১ ভাগ৷

উল্লেখ্য, জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বলছে, ২০২৪ সালে বিশজুড়ে ৩২ ভাগ লোক ইন্টারনেট ব্যবহার করেননি৷ সূত্র: ডয়েচে ভেলে

(সাইবারবার্তা.কম/১২এপ্রিল২০২৫/২২৫৮/কম) 

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ