মঙ্গলবার, জানুয়ারি ১৪ ২০২৫ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

ইউরোপে ফেসবুকের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ

সাইবারবার্তা ডেস্ক: ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থাগুলো ফেসবুকের বিরুদ্ধে দুটি পৃথক বিশ্বাসভঙ্গের তদন্ত করছে। বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নিজেদের প্ল্যাটফর্মের ডাটা ব্যবহার করে অনলাইন বিজ্ঞাপনে অন্যায় সুবিধা নিচ্ছে ফেসবুক। আর এটাই খতিয়ে দেখছে ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থাগুলো।

 

তদন্ত শেষে ফেসবুক দোষী প্রমাণিত হলে প্রতিষ্ঠানটিকে মোটা অঙ্কের জরিমানা করা হতে পারে। একই সঙ্গে ফেসবুকের ব্যাবসায়িক মডেলের পরিবর্তন আনতে চাপ বাড়তে পারে। এরই মধ্যে ফেসবুকের বিরুদ্ধে মার্কিন সরকারের করা একটি মামলায় এ ধরনের কথা বলা হয়েছে।

 

শুক্রবার এক বিবৃতিতে ইউরোপীয় কমিশন বলেছে, ফেসবুক তাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে প্রাপ্ত ডাটা ব্যবহার করে তাদের বিরুদ্ধেই প্রতিযোগিতা করার জন্য ইউরোপীয় প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘন করেছে  কি না তা খতিয়ে দেখছে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/৭ জুন ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ