সাইবারবার্তা ডেস্ক: চীনা ব্র্যান্ড হুয়াওয়ে তাদের নিজস্ব অপারেটিং আপডেট করছে। ‘হারমনিওএস’ নামের অপারেটিং সিস্টেম এশিয়া অঞ্চলের ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞায় পড়ার পর টালমাটাল ছিলো হুয়াওয়ে। সেই ধকল কাটিয়ে উঠে এখন নতুন গতিতে এগিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি।
বুধবার ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ২ জুন একটি অনুষ্ঠানের পর এটি প্রকাশিত হওয়ার কথা। অবশ্য, বিশ্বজুড়ে কবে আসতে পারে, সে বিষয়ে কোনো তারিখের কথা বলেনি চীনের ফোন প্রস্তুতকারক কোম্পানিটি।
২০১৯ সালে ‘হারমনিওএস’ উদ্বোধন করা হলেও শুরুতে এটি স্মার্টফোনে ব্যবহারের পরিকল্পনা ছিলো না। তবে এরপর থেকে মার্কিন চাপে পড়ে হুয়াওয়ে তাদের অপারেটিং সিস্টেমে ব্যাপক পরিবর্তন আনে। এতদিন এটি কিছু স্মার্টটিভিতে ব্যবহার করা হচ্ছিল। গুগলের নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ের নতুন ফোনে জিমেইলের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার ব্যবহার করা যায় না।
হুয়াওয়ে বলছে, হারমনিকে তারা অ্যান্ড্রয়েডের বিকল্প বলতে নারাজ। পৃথিবীর ৮৫.৪ শতাংশ ফোন অ্যান্ড্রয়েডে চলে। অ্যাপলের আইওএস বাকি ১৪.৬ শতাংশ। হুয়াওয়ে আরও বলছে, হারমনিওএস ২.০ নামের ওএস সার্বিক পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের সহজ সমাধান হাজির করতে পারে।
(সাইবারবার্তা.কম/আইআই/৩ জুন ২০২১)