সাইবারবার্তা ডেস্ক: আগামী সেপ্টেম্বর থেকে সপ্তাহে অন্তত চারদিন অফিসে গিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। তবে প্রযুক্তি জায়ান্টটির অধিকাংশ কর্মীরা এই সময়ে অফিসে ফিরতে রাজি নয়। কোভিড-১৯ মহামারি পুরোপুরি দূর না হলে তারা অফিসে ফিরবেন না।
দ্য ভার্জের বরাত দিয়ে এনগ্যাজেট জানিয়েছে, প্রায় ৮০ শতাংশ অ্যাপল কর্মী লিখিতভাবে টিম কুককে পরিকল্পনাটি পুনরায় ভেবে দেখার আহ্বান জানিয়েছেন। নেতৃস্থানীয়রা তাদের বিষয়টি বিবেচনা করছে না বলে মনে করছেন তারা।
আবেদনকারীরা সপ্তাহে দুইদিন রিমোট অফিসের পরিকল্পনার পরিবর্তে সুযোগ চেয়েছেন। তারা দাবি করেছেন, সংশ্লিষ্ট টিমই সিদ্ধান্ত নিক কারা দূরে বা সহায়ক জায়গায় অফিস করবে। এবং বিশেষভাবে সক্ষম কর্মীদের আবাসস্থলের সুযোগসুবিধা সম্পর্কে বিস্তারিত পরিকল্পনা তৈরি করতে হবে। এছাড়া অফিসে বসে কাজ করলে অফিসের পরিবেশে কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন তারা।
(সাইবারবার্তা.কম/আইআই/৬ জুন ২০২১)