সাইবারবার্তা ডেস্ক: ২০২০ সালে গালওয়ানে ভারত-চীনের সেনাবাহিনীর সংঘর্ষের পর শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করে দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। নিষিদ্ধ হওয়া অ্যাপগুলোর মধ্যে পাবজি মোবাইল গেমও ছিলো। তবে এবার ভারতে ফিরলো পাবজি। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে এই অ্যাপটি। খবর জিএসএম এরিনা ও এবিপি আনন্দ।
সোশ্যাল মিডিয়ায় পাবজি গেম ডেভেলপারসদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া’ ওপেন বেটা সংস্করণ এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। শিগগিরই গেমটির উন্নত সংস্করণ উন্মুক্ত করা হবে। এছাড়া চূড়ান্ত সংস্করণও পাওয়া যাবে পরবর্তী সময়ে।
অন্যান্য দেশগুলো টেনসেন্টের সাথে যৌথভাবে পাবজি গেমটি পরিচালিত হলেও ভারতে পাবজির নতুন করে উন্মুক্ত করার ক্ষেত্রে টেনসেন্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই দক্ষিণ কোরিয়ার সংস্থা ক্র্যাফটনের।
তবে ভারতীয় রাজনীতিবিদরা এখনও অভিযোগ করছেন যে, নতুন করে পাবজি চালু করার অনুমতি দেওয়ার বিষয়টি উদ্বেগের। পাবজির নতুন সংস্করণে কিছু বদল আনার কথা বলা হচ্ছে, কিন্তু যেভাবে এটিকে পাবজির ভারতীয় সংস্করণ বলা হচ্ছে, সেই দাবি বিভ্রান্তিকর।
কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভিরও দাবি করেন, ভারতে নতুন করে পাবজি চালু করার অনুমতি দিয়ে তরুণ প্রজন্মকে বিপথে চালিত করছে কেন্দ্রীয় সরকার।
(সাইবারবার্তা.কম/আইআই/১৯ জুন ২০২১)