সাইবারবার্তা ডেস্ক: একটু দেরিতে হলেও অ্যাপলের পডকাস্ট সাবস্ক্রিপশন চালু হয়েছে। প্রিয় ক্রিয়েটরদের পডকাস্ট বিজ্ঞাপনবিহীন শোনা, সবার আগে অ্যাক্সেস পাওয়া, বোনাস এপিসোড এবং আর্কাইভ কনটেন্ট দেখার সুযোগের বিনিময়ে এই সাবস্ক্রিপশন ফি পরিশোধ করতে হবে গ্রাহককে।
প্রাথমিকভাবে মাসে ৪৯ ডলারের বিনিময়ে ব্যক্তিগত শো কিংবা গ্রুপ শো শোনা যাবে। এছাড়া পেইড সাবস্ক্রাইবার প্রক্রিয়াও সহজ করা হয়েছে।
আইটিউনে অনেক আগে থেকেই এডিসোডভিত্তিক অডিও সংরক্ষণ করে আসছে অ্যাপল। এছাড়া গ্যারেজব্যান্ডের ভিতরে ক্রিয়েটরদের জন্য টুলস তৈরি করা হয়। কিন্ত এই খাত থেকে কীভাবে আয় করা যায় সেটি জানতে অ্যাপলের ১৫ বছরেরও অধিক সময় লেগেছে।
এদিকে অ্যাপলের মিউজিক স্ট্রিমিং সেবার প্রতিদ্বন্দ্বি কোম্পানি স্পটিফাই পডকাস্টের জন্য প্রচুর বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে। শিগগিরই নিজস্ব শহরে পডকাস্ট সাবস্ক্রিশন সেবা চালুর পরিকল্পনা রয়েছে স্পটিফাইয়ের।
(সাইবারবার্তা.কম/আইআই/১৬ জুন ২০২১)