রবিবার, জানুয়ারি ২৬ ২০২৫ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

অপোর বিরুদ্ধে বিভিন্ন দেশে মামলা করছে নকিয়া

নিজস্ব প্রতিবেদক, সাইবারবার্তা: টেলিকম ইন্ডাস্ট্রির অন্যান্য বড় কোম্পানির মতো নকিয়াও তাদের নিজস্ব পেটেন্টের ক্ষেত্রে খুবই সতর্ক থাকে। ফিনল্যান্ডের কোম্পানিটি বিভিন্ন কোম্পানির সাথে লাইসেন্সিং চুক্তি করেছে যার মাধ্যমে সেসব কোম্পানি নকিয়ার পেটেন্ট ব্যবহার করতে পারে। আর অনুমতি ছাড়াই ব্যবহার করলে মামলা করার সুযোগ রয়েছে নকিয়ার।

 

২০১৮ সালে চীনা কোম্পানির অপোর সাথে নির্দিষ্ট কিছু পেটেন্ট ব্যবহারের অনুমতি দিয়ে চুক্তি করে নকিয়া। তবে এখন অপো লাইসেন্সিং চুক্তিটি নবায়ন করতে সম্মত নয়। আর তাই ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানী এবং ভারতে অপোর বিরুদ্ধে আইনী পদক্ষেপে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নকিয়া।

 

আর আইনী লড়াই জিততে এর আগে লেনোভো এবং ডেইমলারের বিরুদ্ধে জেতা একই লিগ্যাল টিমকে ব্যবহার করতে নকিয়া। যদিও নকিয়া অপোর সাথে সমঝোতা করতে চেয়েছিলো, তবে অপো অস্বীকার করেছে।

 

দুই উপায়ে এই মামলা নিষ্পত্তি হতে পারে। এক নকিয়া জিতলে এবং অপো জরিমানা পরিশোধ করলে অথবা অপো একাধিক বছরের জন্য পুনরায় লাইসেন্সিং চুক্তি করলে।

 

(সাইবারবার্তা.কম/আইআই/১১ জুলাই ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ