সোমবার, মার্চ ২৪ ২০২৫ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল | ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

অনলাইন শপিং এ প্রতারণা এড়াতে করণীয়

সাইবারবার্তা ডেস্ক: অনলাইনের শপিং এই সময়ের অন্যতম একটি ট্রেন্ড। মার্কেটে গিয়ে শপিং করার পাশাপশি অনলাইন শপিংও আজকাল জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু এত বড় সুবিধার আড়ালে রয়েছে কিছু অসাধু ব্যবসায়ী যারা অনলাইন ব্যবসার নামে অন্যের টাকা আত্নসাত করে।

ফেইসবুকে অসংখ্য অনলাইন শপিং পেইজ রয়েছে, যেগুলো নানা রকমের চটকদার বিজ্ঞাপন দিয়ে লোকজনকে আকৃষ্ট করার চেষ্টা করে থাকে। এর মধ্যে কিছু পেইজ পাওয়া যায় যেগুলো কখনো কখনো এক ধরণের প্রোডাক্ট দেখিয়ে অন্য ধরনের প্রোডাক্ট বা নিম্নমানের প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে। আবার, কিছু কিছু পেইজ পাওয়া যায় যেগুলো প্রোডাক্ট অর্ডারের জন্য অগ্রীম মূল্য পরিশোধ করার পরও কোন প্রোডাক্টই ডেলিভারি দেয় না। এক্ষেত্রে, আপনি যদি তাদের চ্যালেঞ্জ করেন তারা আপনার নম্বর বা একাউন্টটি ব্লক করে দিবে। এ ধরনের পেইজগুলো সাধারনত চালু হবার কিছুদিনের মধ্যেই অসংখ্য মানুষের নিকট হতে বিভিন্ন পরিমানের টাকা হাতিয়ে নিয়ে অ্যাকাউন্টটি হঠাৎ করে ডিএকটিভেট করে দেয়।

করণীয়

  • সুপরিচিত বা সুপ্রতিষ্ঠিত অনলাইন শপ ছাড়া অন্য কোন অনলাইন শপ থেকে কেনাকাটার ক্ষেত্রে সতর্ক থাকুন। এক্ষেত্রে তাদের কাস্টমার রিভিউগুলো ভালভাবে পর্যবেক্ষণ করে নিতে পারেন।
  • প্রতারণার শিকার হলে বিলম্ব না করে পুলিশকে অবগত করুন।

সৌজন্যে: ডিজিটাল নিরাপত্তা এজেন্সি

(সাইবারবার্তা.কম/আইআই/জেডআই/২১মার্চ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ