মঙ্গলবার, জানুয়ারি ১৪ ২০২৫ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

অনলাইন ব্যবসায় প্রতারণা রোধে আসছে নীতিমালা

সাইবারবার্তা ডেস্ক: শুধু ব্যবসা নয়, ফেসবুক আর ওয়েবসাইটনির্ভর বাণিজ্যে ক্রমেই বাড়ছে প্রতারণা। আর তাই ১৬ হাজার কোটি টাকার বার্ষিক বাজারে শৃঙ্খলা আনতে নীতিমালা তৈরির কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়, যা কার্যকর হলে ফেসবুকেও ব্যবসা করতে দরকার হবে ট্রেড লাইসেন্স।

 

ওয়েবসাইট ও ফেসবুক পেজে পণ্য বা সেবা বিক্রির মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল কমার্সের যাত্রা খুব বেশিদিনের নয়। তবে গত সাত-আট বছরেই রাজধানীসহ দেশের বিভিন্ন শহর তো বটেই গ্রামেও তৈরি হয়েছে অনলাইন বাজারের ক্রেতা-বিক্রেতা। যদিও পণ্যের দাম ও মান নিয়ে ক্রেতাদের প্রতারিত হওয়ার তিক্ত অভিজ্ঞতাও কম নয়।

 

গত চার বছরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অনলাইনভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ বেড়েছে কয়েক গুণ। ডিজিটাল কমার্স নির্দেশিকা গ্রাহক স্বার্থ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংস্থাটির মহাপরিচালক।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, ই-কমার্সের নামে বা এফ-কমার্সের নামে অনলাইনে ঠিকানাবিহীন ওয়েবসাইট এবং ফেসবুক পেজে সয়লাব। এমন সব প্রচারণা চালিয়েছে ভোক্তা না বুঝে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ঠকেছে। এমন অনৈতিক কাজ করে স্বার্থ হাসিল করা যাবে না, যদি আমাদের ওই নীতিমালাটা চূড়ান্ত হয়ে যায়।

 

অনলাইনে পণ্য বা সেবা কেনাবেচায় সুস্পষ্টভাবে শর্ত জানানো, পণ্য ডেলিভারি ও মার্কেটপ্লেসের বিক্রেতাদের মূল্য পরিশোধের সময়সীমা, অনুমোদনহীন ভার্চুয়াল ওয়ালেট তৈরিতে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয় আছে ডিজিটাল কমার্স নির্দেশিকার প্রস্তাবনায়।

বর্তমানে বাংলাদেশে ২ হাজারের বেশি ওয়েবসাইটভিত্তিক ই-কমার্স এবং প্রায় এক লাখ ফেসবুক পেজকেন্দ্রিক এফ কমার্স ব্যবসা পরিচালিত হচ্ছে।

 

সৌজন্যে: সময় নিউজ

(সাইবারবার্তা.কম/আরআই/জেডআই/৩০মার্চ,২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ