রবিবার, জানুয়ারি ২৬ ২০২৫ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল | ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

পাইলট পরিচয়ে অনলাইনে প্রতারণা করে গ্রেফতার

সাইবারবার্তা ডেস্ক: গত ৯ মে (রোববার) রাত ৮ টায় অনলাইনে প্রতারণা ও সাইবার বুলিং এর অভিযোগে ফিরোজ আলম (২৬) নামে একজনকে রংপুর থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার অপরাধ তদন্ত বিভাগ।

 

 

এ সময় তার কাছ থেকে মোবাইলে ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো জব্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তি Farabi Islam Shawon নামে ফেসবুকে ফেইক আইডি বানিয়ে নিজেকে একজন পাইলট বলে পরিচয় দিয়ে একাধিক নারীর সাথে সম্পর্ক তৈরি করে ও ব্ল্যাকমেইল করে অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।

 

 

অভিযুক্ত ফিরোজ আলম রসায়নবিদ্যায় স্নাতক। সাইবার প্রতারণায় তার দক্ষতা বেশ ছিলো। সে নিজে বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও নারীদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণামূলকভাবে নানা অজুহাতে ও ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতো।

 

 

একজন নারী এমন সাইবার প্রতারণার ফাঁদে পরে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কাছে অভিযোগ করলে সাইবার অপরাধ তদন্ত বিভাগ উক্ত অভিযুক্তকে প্রযুক্তির সহায়তায় গ্রেফতারে সক্ষম হয়। আদাবর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় এ বিষয়ে একটি নিয়মিত মামলা হয়েছে।  সৌজন্যে: যমুনা নিউজ

 

(সাইবারবার্তা.কম/আইআই/১০ মে ২০২১)

শেয়ার করুন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আরও পড়ুন

নতুন প্রকাশ